সারাদেশ
সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণের ঘটনায় এলাকাবাসীর মানববন্ধন

সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকায় একটি টিনশেড বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে তারা এ মানবন্ধন কর্মসূচি পালন করেন।
দুপুর ১২টার দিকে পাইনাদী পূর্বপাড়া এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গিয়ে শেষ করে। এরপর সেখানে তারা অবস্থান নেন এবং মানববন্ধন কমূসূচি পালন করেন। ফলে মহাসড়কটির সার্ভিস লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।
মানববন্ধনে বক্তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, দগ্ধদের সুচিকিৎসার ব্যবস্থা, তিতাস গ্যাসের অব্যবস্থাপনার জবাবদিহি এবং বাড়ির মালিককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।