সোনারগাঁয়ে অভিযানে নারীসহ ২ মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন-ট্টগ্রামের আনোয়ারা থানার জুইদন্ডী গ্রামের আ. হামিদের ছেলে আ. মান্নান (৩২), এবং একই এলাকার মো. ইউসুফের স্ত্রী রিয়া মনি (২৫)।
সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার আশারিয়ারচর এলাকায় মেঘনা টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, সোনারগাঁও থানার এসআই রতন বৈরাগী সঙ্গীয় ফোর্স নিয়ে মহাসড়কের পুলিশ চেকপোস্টে দায়িত্ব পালনকালে কুমিল্লা থেকে ঢাকাগামী একটি মোটরসাইকেলকে থামানোর সিগন্যাল দিলে চালক মোটরসাইকেল থামিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ পুরুষ ও মহিলা ফোর্সের সহায়তায় মোটরসাইকেলে থাকা দুইজনকে আটক করে।পরে তাদের হেফাজত থেকে ৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ঘটনায় সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।