সারাদেশ

গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের ৯ জন দগ্ধ

সিদ্ধিরগঞ্জের জমাটবদ্ধ গ্যাসের বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে হিরাঝিল এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে কাচপুর ও আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন- আসমা বেগম (৩৫), তানজিল ইসলাম (৪০), তিশা (১৭), আরাফাত (১৫), হাসান (৩৫), মুনতাহা (১১), জান্নাত (৪), ইমাম উদ্দিন (১ মাস) ও সালমা বেগম (৩২)। 

আহতদের মধ্যে হাসানের শরীরের ৪৪ শতাংশ, জান্নাতের ৪০ শতাংশ, মুনতাহার ৩৭ শতাংশ, সালমার ৪৮ শতাংশ, শিশু ইমামের ৩০ শতাংশ, আরাফাতের ১৫ শতাংশ, তিশার ৫৩ শতাংশ এবং আসমার ৪৮ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে দগ্ধ তানজিল নামে একজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মিরণ মিয়া বলেন, টিনসেডের একটি ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে রেফ্রিজেটরের কম্প্রেসার বিস্ফোরিত হলে আগুন ধরে যায়। আগুন পাশের ঘরেও ছড়িয়ে পড়লে দুই ঘরে থাকা লোকজন দগ্ধ হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মনির হোসেন জানান, দগ্ধ হওয়া নয়জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন।

 

Leave a Reply

Back to top button