Uncategorizedসারাদেশ

অন্য কোনো দেশের প্রেসক্রিপশনে বাংলাদেশ সরকার হবে না: মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, ২০১৩ সালে শাপলা চত্ত্বরে হেফাজত ইসলামের সমাবেশে যখন ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক দিয়ে মানুষ যাচ্ছিলো; তখন আমি ডার্চ বাংলা ব্যাংকের সামনে অনেকগুলো ড্রাম শরবত বানিয়ে ও শুকনা খাবার বিতরণ করেছিলাম। এমনকি একটি ট্রাকে শরবতের ড্রাম উঠিয়ে যাত্রাবাড়ি নিয়ে গিয়েছিলাম। এটা কি আমার অপরাধ ছিলো? পরবর্তীতে এ অপরাধে অপরাধি হয়ে আমাকে ৪০ দিন কারাবরণ ও ১০টি মামলা খেতে হয়েছে। সেই মামলা এখনো চলমান। তারপরেও সব সময় বলে থাকি আমি হেফাজত ইসলামের একজন কর্মী।

শুক্রবার (২২ আগষ্ট) সিদ্বিরগঞ্জে হেফাজত ইসলাম সিদ্ধিরগঞ্জ থানা শাখা আয়োজিত শানে রেসালাত মহা সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাথতে গিয়ে তিনি একথা বলেন। 

মামুন মাহমুদ আরও বলেন, আপনারা শাপলা চত্ত্বরের কথা বলেন কিন্তু ৬ তারিখ সকালে এই চিটাগাংরোডে ২২ জন মানুষ নিহত হয়েছিলো। এখন আপনারাও বলেন না, আমরাও কম বলি। আমরা শাপলা চত্বরের নিহতের ঘটনার বিচার দাবি করছি। পাশাপাশি যে ২২ জনকে মারা হলো তাদের হত্যাকারীদের চিহিৃত করে সুষ্ঠু বিচারের দাবি জানায়।

বিএনপির এ নেতা বলেন, যখন বাংলাদেশ থেকে ইসলাম বিরোধীরা পরাজিত হয় তখন তারা বলে বেড়ায় বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে। তাদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, ৯২ ভাগ মুসলমানের এ বাংলাদেশে কোনো অইসলামিক কর্মকান্ড এবং অন্য কোনো দেশের প্রেসক্রিপশনে এ বাংলাদেশে সরকার গঠিত হবে না। বিএনপি সব সময় ইসলামের ধারক ও বাহক হিসেবে কাজ করছে। বিএনপি অতীতে যতবার রাষ্ট্র ক্ষমতায় ছিলো সব সময় ইসলাম রক্ষিত ছিলো। ইসলামের ক্ষতি বিএনপির শাসনামলে হয় নাই। 

Leave a Reply

Back to top button