সারাদেশ

ভাড়া ৬২ করতে বাস মালিকদের সংবাদ সম্মেলন

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী উৎসব ট্রান্সপোর্ট লিমিটেড ও বন্ধন সিটি পরিবহন লিমিটেডের বাস ভাড়া ৬১.৩৬ টাকা নির্ধারণ করণের ব্যাপারে সংবাদ সম্মেলন করেছে নারায়ণগঞ্জ বাস-মিনিবাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

শুক্রবার (২২ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

লিখিত বক্তব্যে জেলা বাস-মিনিবাস কেন্দ্রীয় মালিক সমিতির সভাপতি মো. রওশন আলী সরকার বলেন, পরিবহনের ক্ষেত্রে ৫১ সিটের ভাড়া নিয়ম অনুযায়ী ৬১.৩৬ পয়সা আমরা প্রাপ্য। কিন্তু গত ২০ আগস্ট জেলা প্রশাসকের সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা, নাগরিক কমিটি, যাত্রী অধিকার ফোরামের উপস্থিতিতে আমাদের প্রাপ্য ভাড়া কমিয়ে ৫৫ টাকা নির্ধারণ করা হয়, যা আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি।

তিনি আরও বলেন, ২১ আগস্ট জেলা প্রশাসকের সম্মানের কথা চিন্তা করে আমরা ৫৫ টাকা ভাড়া নেই। এরপর ২২ আগস্ট জেলা প্রশাসক কোন পূর্ব নোটিশ ছাড়াই অনিবার্য কারণে বন্ধন ও উৎসব পরিবহনের বর্ধিত ভাড়ার সিদ্ধান্ত স্থগিত করেন। আমরা তার সম্মানার্থে তাৎক্ষণিক আবারও ৫০ টাকা ভাড়া চালু করি।

রওশন আলী সরকার বলেন, গত বছর ৫ আগস্টের পর বাংলাদেশে কোথাও গণপরিবহনের ভাড়া কমানো হয়নি। আমাদের দাবি যৌক্তিক। আমরা আশা করছি জেলা প্রশাসক অনতিবিলম্বে পুনরায় সভার মাধ্যমে ন্যায্য ভাড়া নির্ধারণ করবেন।

সংবাদ সম্মেলনে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম হোসেন, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, উৎসব ট্রান্সপোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজল মৃধা, সিটি বন্ধন পরিবহন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মহসিন উর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Back to top button