হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রচারণায় চাঙ্গা দুই প্যানেল

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ২৮ আগষ্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যেবিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নীল প্যানেল ও জামায়াত সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সবুজ প্যানেলের প্রচারণা তুঙ্গে, যা এই নির্বাচনকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে আদালত প্রাঙ্গণে দুই প্যানেলের প্রার্থীরা গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেন। গণসংযোগকালে তারা ভোটারদের কাছে গিয়ে দোয়া ও ভোট প্রার্থনা করেন।
এবার নির্বাচনে তিন প্যানেলের ১৭ টি পদে ৪৯ জন প্রার্থী হয়েছেন। তবে আলোচনার কেন্দ্রে রয়েছে অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবীর ও অ্যাডভোকেট এইচ.এম. আনোয়ার প্রধানের বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং এড. হাফিজ মোল্লা ও এড. মাঈনুদ্দিনের জামায়াত সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল।
অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবীর ও অ্যাডভোকেট এইচ.এম. আনোয়ার প্রধানের নেতৃত্বে প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন সহ-সভাপতি পদে অ্যাডভোকেট কাজী আ. গাফফার, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. সাদ্দাম হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন, কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট শাহ্জাদা দেওয়ান, আপ্যায়ন সম্পাদক পদে অ্যাডভোকেট মাইন উদ্দিন রেজা, লাইব্রেরী সম্পাদক পদে অ্যাডভোকেট হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক পদে অ্যাডভোকেট আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট সারোয়ার জাহান, সমাজ সেবা সম্পাদক পদে অ্যাডভোকেট রাজিব মন্ডল, আইন ও মানবাধিকার সম্পাদক পদে অ্যাডভোকেট মামুন মাহমুদ।
সদস্য পদের প্রার্থীরা হলেন- অ্যাডভোকেট আনিসুর রহমান, অ্যাডভোকেট ফাতেমা আক্তার সুইটি, অ্যাডভোকেট মো. তেহসিন হাসান (দিলু), অ্যাডভোকেট দেওয়ান আশরাফুল ইসলাম ও অ্যাডভোকেট আবু রায়হান।
অপরদিকে, এড. হাফিজ মোল্লা ও এড. মাঈনুদ্দিনের নেতৃত্বে প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী এড. জাহাঙ্গীর দেওয়ান, সহ-সভাপতি এড. আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক এড. আল-আমীন, কোষাধ্যক্ষ এড. ইস্রাফিল, আপ্যায়ন সম্পাদক এড. নিজাম উদ্দিন, লাইব্রেরী সম্পাদক এড. গোলাম সারোয়ার, ক্রীড়া সম্পাদক এড. ইমরান হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এড. মজিবুর রহমান, সমাজসেবা সম্পাদক এড. নূর-ই-আলম, আইন ও মানবাধিকার সম্পাদক এড. মাসুদুর রহমান, কার্যকরী সদস্য এড. গোলাম মোস্তফা, এড. আফরোজা জাহান, এড. রাকিবুল হাসান, এড. তাওফিকুল ইসলাম দিপু, এড. সাইফুল ইসলাম।
আগামী ২৮ আগষ্ট বার ভবনের ২য় তলায় সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পযর্ন্ত বিরতীহিনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া।