তারেক রহমানের নেতৃত্বে শিক্ষাঙ্গনে কাজ করতে চাই: রনি

বিগত ১৭ বছর শিশুদের কোন সঠিক শিক্ষা দিতে পারিনি। মোবাইল দেখে নাচ শিখানো, মোবাইল দেখে খাবার খাওয়া ও পড়াশোনা শিখতে হতো। প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষাটা সেটা ছিলো না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আপনারা (অভিভাবকরা) প্রতিবাদ করেছেন বলে স্বৈরাচার শেখ হাসিনাকে বিদায় করতে পেরেছি।
১৮ আগষ্ট সোমবার বিকেলে শিল্পকলা ভবনে নারায়াগঞ্জ কিন্ডার গার্ডেন এসোশিয়েসন আয়োজিত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি এ কথা বলেন।
রনি আরও বলেন, দীর্ঘ সময় আমরা সমাজের কোনো কাজে সম্পৃক্ত হতে পারিনি। বিএনপি করি বলে আমাদের সামাজিক কোনো কাজে আওয়ামী সরকার সম্পৃক্ত হতে দিত না। আমাদের নানা হামলা মামলা দিয়ে শহর থেকে দূরে রেখেছে। কারণ, আমরাই একমাত্র দেশের জনগ্রণর জন্য কাজ করতে আগ্রহী থাকি। আমাদের নেতা তারেক রহমান ও আমরা জাতীয়তাবাদী দলের সকল কর্মীরা সবসময় শিক্ষাঅঙ্গনের পাশে থেকে কাজ করেত চাই। তাই বর্তমানে যখন দেশ থেকে স্বৈরাচার বিদায় নিয়েছে আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃতে সর্বদা শিক্ষাঅঙ্গনের পাশে থেকে কাজ করে যেতে চাই।
অনুষ্ঠানে আরও উপস্থতি ছিলেন অনুষ্ঠানের সভাপতি মো শহীদ উল্লাহ বিশেষ অতিথি হরিহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব লুৎফুনেচ্ছা, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষাওনুরাগী ব হাজী সেলিম রেজা, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষাওনুরাগী হাবিবুর রহমান বাবু, বিশিষ্ট সমাজ সেবক মো হারুনুর রশীদ, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আবু তাঁদের আজাদ প্রমুখ