সারাদেশ

খুশি পরিক্ষার্থীরা ‎প্রশংসিত খোকন

রূপগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে যাতায়াতের জন্য বিনামূল্যে বাস সার্ভিসের ব্যবস্থা করেছিলো ‎ রূপগঞ্জ জিয়া মেমোরেবল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। তার এ মহৎ উদ্যোগে পরিক্ষার্থীদের সঠিক সময়ে সকল পরীক্ষায় অংশগ্রহণের  নিশ্চিত করেছে। এ মহৎ উদ্যোগের ফলে শিক্ষার্থীরা তাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে সক্ষম হওয়ায় অত্যন্ত আনন্দিত হয়েছে। ভবিষ্যতেও যেন এই ধরনের সমাজসেবামূলক ফ্রি সার্ভিস প্রদান করা হয়, সেই দাবিতে শিক্ষার্থীরা জিয়া মেমোরেবল ফাউন্ডেশনের প্রতি দাবি জানায়। ‎

পরীক্ষার সমাপ্তির শেষ দিনে এইচএসসি পরীক্ষার্থী সৈকত মাহমুদ, আলী হোসেন, কামাল মিয়াসহ আরো অনেকেই জানান, এ ধরনের মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম ফারুক খোকনকে তাঁর অবদানের জন্য গভীর কৃতজ্ঞতা জানাই। এই উদ্যোগের জন্য ফাউন্ডেশন আরও প্রশংসা কুড়িয়েছে এবং সমাজে শিক্ষার্থীদের প্রতি যত্নশীল মনোভাব প্রদর্শন করেছে। ‎

‎জিয়া মেমোরেবল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন জানান, ‎২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্নে ও নিশ্চিন্তে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর সুবিধার্থে জিয়া মেমোরেবল ফাউন্ডেশন এর পক্ষ থেকে আমরা বিনামূল্যে বাস সার্ভিসের ব্যবস্থা করেছি। ‎পরীক্ষার প্রথম দিন থেকেই সরকারি মুড়াপাড়া কলেজ প্রাঙ্গন থেকে বাস ছেড়েছে এবং পরীক্ষার্থীদের যথাসময়ে সলিমুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজে পৌঁছে দিয়েছিল। পরীক্ষা শেষে আবারও বাসগুলো শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসে ফিরিয়ে এনেছেন। ‎আমাদের লক্ষ্য ছিলো, পরীক্ষার্থীরা যেন কোনো প্রকার ভোগান্তি ছাড়াই মনোযোগ সহকারে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। ‎শিক্ষার্থীদের নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিতে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ তাদের সফলতা ও স্বপ্নপূরণের পথে সহায়ক হবে বলে আমরা আশা করছি। আগামীতেও এভাবেই জিয়া মেমোরেবল ফাউন্ডেশনের পক্ষ থেকে এভাবেই ফ্রি বাস সার্ভিস দেওয়া হবে।

Leave a Reply

Back to top button