সারাদেশ
কৃষকদল নেতার মায়ের মৃত্যুতে সোনারগাঁ বিএনপির শোক

নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহব্বায়ক ও সোনারগাঁ উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ফজলুল হক ভূইয়ার মমতাময়ী মা সকিনা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।
কৃষকদল এই নেতার মায়ের মৃত্যুতে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এবং সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন সোনারগাঁ বিএনপির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন এবং একই সঙ্গে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। তারা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন।
এক শোক বার্তায় তারা বলেন, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করছি, আল্লাহ মরহুমাকে জান্নাতের উঁচু মাকাম দান করুক এবং পরিবারের সকল সদস্যদের এই শোক সইবার ক্ষমতা ও সর্বোচ্চ ধৈর্য্যধারন করার তৌফিক দান করুন।