সারাদেশ
বন্দর মডেল প্রেসক্লাবে শাহীন সভাপতি সেক্রেটারি আরিফুল

বন্দর মডেল প্রেসক্লাবের (২০২৫-২০২৭) দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৫টায় ক্লাব কার্যালয়ে আহ্বায়ক এস. এম. শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি হয়েছেন এস. এম. শাহীন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ আরিফুল ইসলাম।
অন্যান্য পদে যারা রয়েছেন- সহ-সভাপতি আব্দুল মান্নান খান বাদল, কিতাব আলী, সহ-সাধারণ সম্পাদক মোঃ জিয়াবুর রহমান, যুগ্ম সম্পাদক শ্যামল চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন উজ্জ্বল, প্রচার ও দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক শাহীনুর আক্তার, তথ্য প্রযুক্তি ও অর্থ বিষয়ক সম্পাদক নাজমুল হক, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক জিয়া হায়দার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনির হোসেন, কার্যকরী সদস্য আনোয়ার পারভেজ সুজন, আহম্মদ আলী।