সারাদেশ

‘মেঘনায় চাঁদাবাজদের শাস্তির ব্যবস্থা করতে হবে’

কোনো চাঁদাবাজি চলবে না সম্পূর্ন বন্ধ থাকবে: গিয়াসউদ্দিন

নারায়ণগঞ্জ- ৪ আস‌নের সা‌বেক সাংসদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বীর মু‌ক্তি‌যোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, মেঘনা নদীতে যানচলে নাকি চাঁদাবাজি হয়। কারা করে আপনারা তো দেখেন। এদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করতে হবে। এদেরকে সমাজ থেকে প্রত্যাখান করতে হবে। এদের বিরুদ্ধে ঘৃনা ছড়াতে হবে। রাস্তার পাশে আমার ভাইয়েরা ছোট ছোট দোকান বসিয়ে কর্ম করে। তাদের কাছ থেকেও যদি চাঁদা চায় তাদের রেহাই নাই। এ এলাকায় চাঁদাবাজি চলতে পারবে না। চাঁদাবাজি সম্পূর্ন বন্ধ থাকবে। 

বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন ও দেশনেত্রী, “মাদার অব ডেমোক্রেসি” বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে শুক্রবার (১৫ আগস্ট) কাঁচপুরে সোনারগাঁ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সোনারগাঁ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুকুল, থানা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রমজান সরকার, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তাতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য আমির হোসেন, থানা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ প্রধান, থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউল ইসলাম, থানা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব নাসিরুদ্দিন, থানা তাতীদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম কিরনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা।

 

Leave a Reply

Back to top button