কোকোর জন্মদিনে আড়াইহাজার বিএনপির দোয়া

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, এবং বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ৫৬ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বাদ এশা আড়াইহাজার পৌরসভায় ১নং ওয়ার্ড প্রধান কার্যালয়ে আড়াইহাজার উপজেলা বিএনপির উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়ায় মরহুম আরাফাত রহমান কোকো ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। আরও উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সাদেকুর রহমান সাদেকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।