সারাদেশ

আড়াইহাজারে ট্রাক সিএনজি সংঘর্ষে নিহত ৩

আড়াইহাজারে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ আরও ৩জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ জানায়, মদনপুর থেকে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা বিশনন্দি ফেরিঘাটের দিকে যাচ্ছিলো। তালতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্যাসভর্তি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা একজন নারী ও পুরুষ নিহত হন। বাকিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও নিউরো সায়েন্স হাসপাতালে পাঠানো হয়। পথিমধ্যে আরও একজন পুরুষ মারা যান। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, নিহত ও আহতদের অধিকাংশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। ট্রাক ও অটোরিকশা জব্দ করা হলেও ট্রাকচালক পালিয়ে গেছেন। সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।

 

Leave a Reply

Back to top button