সজিবের উদ্যোগে কোকোর জন্মদিনে দোয়া খাবার বিতরণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবের নির্দেশনায় দোয়া মাহফিল ও মাদ্রাসার ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগষ্ট) দুপুরে সোনারগাঁ উপজেলা যুবদলের ব্যানারে নোঁয়াগাও ইউনিয়নের বানেশ্বরদী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ৩শ ছাত্রদের নিয়ে এ দোয়ার আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন- নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ মিজানুর রহমান, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, সোনারগাঁও উপজেলা বিএনপির ত্রান ও পূর্ণ বাসন বিষয়ক সম্পাদক আমির হোসেন, সোনারগাঁ উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক, সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল আলী, সোনারগাঁও উপজেলা যুবদলের সদস্য আতাউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।