কোকোর কবর জিয়ারত করলেন আজাদ

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
মরহুম আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (১২ আগষ্ট) রাজধানীর বনানী কবরস্থানে কোকোর কবর জিয়ারত, কোকোর কবরে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতে অংশ নেন তিনি। এসময় তার সাথে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মোনাজাত শেষে গরীব দুস্থ দের মাঝে খাবার বিতরণ করেন নজরুল ইসলাম আজাদ।
আরাফাত রহমান কোকোর জন্ম ১৯৬৯ সালে ঢাকায়। তিনি ঢাকার বিএফ শাহীন কলেজে লেখাপড়া করেন। ১৯৬৯ সালে জিয়াউর রহমান সপরিবারে ঢাকায় চলে এলে কিছুদিন জয়দেবপুরে থাকার পর বাবার চাকরির সুবাদে চট্টগ্রামের ষোলশহর এলাকায় বাস করেন। ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন আরাফাত রহমান কোকো। ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী সৈয়দা শামীলা রহমান, দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে যান।