সারাদেশ

নারায়ণগঞ্জে মৃত-আহত সরকারি কর্মচারীদের পরিবার পেল আর্থিক অনুদান

নারায়ণগঞ্জে সরকারি কর্মচারীর মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষম ২০ জন সরকারি কর্মচারীর পরিবারকে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। 

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমবার (১১ আগস্ট) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। জেলা প্রশাসন আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, কর্মচারীদের কল্যাণ আমাদের সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এই অনুদান কর্মচারী এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর একটি প্রয়াস।

তিনি বলেন, এই অনুদান নীতিমালা অনুযায়ী, মৃত অথবা স্থায়ীভাবে অক্ষম কর্মচারীর পরিবার উপযুক্ত আর্থিক সহায়তা পাবে, যা তাদের কষ্ট লাঘব করবে এবং ভবিষ্যতে সরকারের পাশে থাকার আশ্বাস দেয়। সকলকে এই সুবিধা সম্পর্কে সচেতন হওয়ার ও যথাযথ আবেদন করার আহ্বান জানান জেলা প্রশাসক।

অনুষ্ঠানে জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Back to top button