সারাদেশ

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা: ফতুল্লা প্রেসক্লাবের তীব্র নিন্দা

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফতুল্লা প্রেস ক্লাব।

শুক্রবার (৮ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম এই নিন্দা ও প্রতিবাদ জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এমন ঘটনা দেশে নতুন নয়। অভিযুক্তদের যথাযথ বিচার হয় না বলেই এমন ঘটনার পুনরাবৃত্তি দেখতে হচ্ছে। আমরা এই বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্তি চাই। গণমাধ্যমকর্মীদের জীবনের নিরাপত্তা চাই। সাংবাদিকদের ওপর হামলা এবং হত্যার ঘটনায় আমরা উদ্বিগ্ন। তাই অতিদ্রুত এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানাচ্ছি।

Leave a Reply

Back to top button