ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার পর রক্ত মাখা ছুড়ি হাতে থানায় ভাসুর

বন্দরে তুচ্ছ ঘটনার জের ধরে ছোট ভাইয়ের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর রক্তমাখা ছুরি নিয়ে থানায় হাজির হয়ে হত্যার কথা স্বীকার করেছেন তার ভাসুর। রোববার (৩ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার কুশিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম নাদিয়া আক্তার লীনা (২৫) এবং অভিযুক্ত মো. রবিউল হাসান ওরফে আবির বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিউল হাসানের মা কয়েক মাস আগে ব্র্যাক ব্যাংক থেকে ব্যবসার জন্য ৪ লাখ টাকা ঋণ উত্তোলন করে তার ছোট ছেলে রাসেল ও পুত্রবধূ নীলার হাতে তুলে দেন। কিন্তু রাসেল প্রবাসে পাড়ি জমালেও ঋণের টাকা পরিশোধ না হওয়ায় ব্যাংক কর্তৃপক্ষ জামিনদার রবিউলকে চাপ দিতে থাকে। এ নিয়ে নীলার সঙ্গে তার বিরোধ তৈরি হয়।
স্থানীয়দের বরাত দিয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ওই ঘটনার জের জের ধরেই রবিবার সকালে রবিউল ভাবিকে বাসা থেকে ডেকে নিয়ে কুশিয়ারা এলাকার নির্জন বিলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। পরে তিনি রক্তমাখা ছুরি নিয়ে থানায় হাজির হয়ে ছোট ভাইয়ের বউয়ের হত্যার কথা স্বীকার করেন।
নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এবং থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।