সারাদেশ

৫ আগষ্টের বিজয় মিছিলে তারা আবারও পরাজিত হবে: মামুন মাহমুদ

ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে কেন্দ্র ঘোষিত ৫ আগস্ট বিজয় মিছিল বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ আগষ্ট) সন্ধ্যায় সিদ্বিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

২৪-এর গণঅভ্যুত্থানে জোয়াড় ধরে রাখার আহ্বান জানিয়ে মামুন মাহমুদ বলেন, গণঅভ্যুত্থানে জনগণের যে জোয়াড় হয়েছিলো সে জোয়াড় আমরা ধরে রাখতে চাই। যতদিন বাংলাদেশ থাকবে এ জোয়াড় আমাদের ধরে রাখতে হবে। ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, ফ্যাসিবাদ বারবার পরাজিত হবে ও ফ্যাসিবাদ যুগে যুগে পরাজিত হবে। 

তিনি আরও বলেন, গ৩ ১৫ বছর তারা পড়াশুনা করে নাই; তারা আজকে দৌড়ঝাপ করছে। কিন্তু পরিক্ষার সময় তো শেষ হয়ে গেছে। পরিক্ষা আর নেওয়া হবে না। তারা অটোপাশ চাচ্ছে। অটোপাশ হাসিনার সময় ছিলো। হাসিনা চলে গেছে এ অটোপাশও চলে গেছে। 

জুলাই ও আগষ্ট ঘিরে পরাজিত শক্তি ষড়যন্ত্র করছে মন্তব্য করে বিএনপির আহবায়ক বলেন, আগামী নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। জুলাই ও আগষ্ট মাসকে তারা অস্থিতিশীল করার চেষ্টা করছে। আপনাদেরকে সর্তক থাকতে হবে। আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরাজিত শক্তিদের দিকে আপনারা চিহু দৃষ্টি রাখবেন। তারা যেনো বের হতে না পারে। 

তিনি বলেন, ৫ আগষ্টের বিজয় মিছিল দেখে তারা আবারও পরাজিত হবে। তারা আবারও ভীত হবে। যদি কেউ দু:সাহস করে একটু মাটির তল থেকে মাথা বের করে থাকে তাহলে ৫ আগষ্টের বিজয় মিছিল দেখে তারা আবারও মাটির নিচে ডুকে যাবে। সেরকমভাবে আমাদের বিজয় মিছিল করতে হবে। সেরকম আওয়াজ দিতে হবে। ৫ তারিখেও সেই আওয়াজ উঠবে। 

Leave a Reply

Back to top button