নারায়ণগঞ্জে কাজ করার কাউকে দেখছি না: গিয়াসউদ্দিন

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, এখন শুধু চিন্তা করি কিভাবে এমপি হবো। আর চিন্তা করি দলের মধ্যে কিভাবে কাজ করবো। এই কাজ করতে গিয়ে আমরা পেঁচগোছও লাগাচ্ছি। দলের মধ্যে ভাইয়ের রাজনীতি ও দলের মধ্যে বিভক্তি করছি। সামগ্রিকভাবে নারায়ণগঞ্জে কাজ করার কাউকে পাচ্ছি না। জেলা কমিটি আসার পরে সাংগঠনিকভাবে কি কাজ করছে আপনারা জানেন। ফলে আমার দায়িত্ববোধ থেকে কাজ করে যাচ্ছি। জনগণের সাথে আমি যত বেশি সম্পৃক্ততা করতে পারবো আমার বিএনপির জন্য তত লাভ।
শুক্রবার (১ আগষ্ট) সন্ধ্যায় ফতুল্লা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের সাথে চা আড্ডা শেষে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন সিদ্বিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার মনিরুল ইসলাম, সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, আলাউদ্দিন খন্দকার শিপন, কাশীপুর ইউনিয়ন-বিএনপির সভাপতি মঈনুল হাসান রতন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আলীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।