সারাদেশ

বিএনপি নেতা খোকা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ফতুল্লা থানা বিএনপির সদস্য লুৎফর রহমান খোকাকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

২৯ জুলাই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

উল্লেখ্য, গত ২৩ জুলাই বুধবার ফতুল্লায় একটি সভায় খোকা বলেন, শাহ আলমের জন্য আমরা নমিনেশন আনবো। দরকার হলে আমরা তারেক রহমান, বিএনপির মহাসচিব ও খালেদা জিয়াকে ঘেরাও করবো। তার এই বক্তব্য নারায়ণগঞ্জে টক অফ দা টাউন হয়। এর ৬ দিনের মাথায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। 

Leave a Reply

Back to top button