সারাদেশ

অয়ন ওসমানের বাছেদ মেম্বারকে পুলিশে দিল বিএনপি নেতাকর্মীরা

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পুত্র অয়ন ওসমানের সহযোগী ছাত্রলীগ নেতা ও ফতুল্লা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য বাছেদ প্রধান ওরফে বাছেদ মেম্বারকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ফতুল্লা পোস্ট অফিস রোডস্থ ফতুল্লা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, রাত ১২টায় বিএনপি নেতাকর্মীরা বাছেদ মেম্বারকে আটক করে আমাদের সোপর্দ করেছেন। তার বিরুদ্ধে ফতুল্লা থানায় একটি বৈষম্যবিরোধী মামলা রয়েছে। আরও কোনো মামলা আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Back to top button