সারাদেশ

মামুন মাহমুদের প্রচার মূলক ব্যানার ছেঁড়ার অভিযোগ

আগষ্টের প্রথম সপ্তাহে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। ইতিমধ্যে নারায়ণগঞ্জে বইছে ভোটের হাওয়া। আসন্ন নির্বাচনে এমপি প্রার্থী ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদের প্রচার মুলুক ব্যানার ছেঁড়া হয়েছে।

স্বেচ্ছাসেবক দল নেতা মাজেদুল হকের প্রচারিত জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত (মামুন মাহমুদ ভাইকে এমপি হিসাবে দেখতে চাই) এই পোস্টার রাতের আঁধারে শত্রুতা করে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।

রোববার (২৮ জুলাই) ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে ফতুল্লার ভূইগড়ে শিকদার পাম্প সংলগ্নে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ধারণা করা হচ্ছে, রাজনৈতিক শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটানো হয়েছে। 

এ ব্যাপারে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। মামুন সাহেবের ভাবমূর্তি নষ্ট করার জন্য যে বা যাহারা রাতের আধারে এ কাজটি করেছে খুব খারাপ করেছে।’

এ বিষয়ে এমপি প্রার্থী ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কলটি রিসিভ করেননি। যার ফলে তার বক্তব্য সংযুক্ত করা হয়নি।

 

Leave a Reply

Back to top button