সারাদেশ

অনেক নিরীহ লোকের নাম আছে, তাই তদন্তে দেরি হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

‘আমাদের সাথে রাজনৈতিক দলের বিভেদ থাকার কথা না’ উল্রেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমাদের কাজ হলো আইনশৃঙ্খলা রক্ষা করা। আর আপনাদের কাজ জনগণের কাছে গিয়ে ভোট আদায় করা। আপনারা সেই চেষ্টা করবেন। 

শনিবার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এর আগে সকালে তিনি র‌্যাব-১১ সদর দপ্তর পরিদর্শন করেন।

জুলাই হত্যাকান্ডের মামলার অগ্রগতির বিষয়ে তিনি বলেন, আপনারা দেখেছেন অনেক মামলা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। একটা হত্যা মামলায় হয়তো ২০ জন আসামি হওয়ার দরকার ছিল, আপনারা ওইখানে ২০০ আসামি দিয়ে দিছেন। এতে তদন্তে বেশি সময় লাগছে। নিরাপরাধ ব্যক্তি যেন কোনো অবস্থায়ই শাস্তির আওতায় না আসে, এইজন্য আমাদের কিন্তু বেশিভাবে দেখতে হয়। অনেকে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য কিছু নিরীহ লোকের নাম দিয়ে দিছে। এইজন্য কিন্তু সময় বেশি লাগছে। যদি তারা একচুয়াল আসামিদের নাম দিতো, তাহলে এত সময় লাগতো না।

গণঅভ্যুত্থানে লুট হওয়া সব অস্ত্র উদ্ধার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সব অস্ত্র এখনও আমরা উদ্ধার করতে পারি নাই। অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা আমরা করছি। এবং আল্লায় দিলে হয়তো নির্বাচনের আগে আরও অনেক অস্ত্র উদ্ধার হয়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি ও মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, র‍্যাব-১১ এর ভারপ্রাপ্ত অধিনায়ক (সিও) এডি. ডিআইজি মোশারফ হোসেন ভূঁইয়া, উপ অধিনায়ক মেজর অনাবিল ইমামসহ জেলা পুলিশের অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

Leave a Reply

Back to top button