‘জনগণ থেকে বিএনপিকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র সফল হবে না’

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, গত ১৬ বছর সব ভয়ভীতি উপেক্ষা করে স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপি আন্দোলন করে আসে। আর ছাত্ররা হঠাৎ করে ২০২৪ সালে চাকরি কোটার নামে বৈষম্য দূর করতে আন্দোলন শুরু করেন। শেষ পর্যন্ত তাদের ডিবি কার্যালয়ে নিয়ে গেলে তারা আন্দোলন প্রত্যাহার করে নেন। এই আন্দোলন পরে আমাদের ১৬ বছরের আন্দোলনের সঙ্গে একাকার হয়ে গেলো৷ তখন তারা এক দফার ঘোষণা দিলো। এরপর আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেলাম। এখন অনেকেই বলা শুরু করেছে এই আন্দোলনের পিছনে নাকি অনেক স্বপ্ন ও দাবিদাওয়া ছিল। যখন স্বৈরাচার পতনের দাবি ছিল তখন কোথায় ছিল সংস্কারের দাবি? সংস্কারের কথা আমাদের নেতা তারেক রহমান ২০২৩ সালে ৩১ দফার মাধ্যমে সবার আগে সংস্কারের কথা উল্লেখ করেন। এই দফাগুলোর বাস্তবায়ন ঘটলেই সংস্কার ঘটবে।
রোববার (২০ জুলাই) বিকালে সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, স্বপ্ন দেখা ভালো তবে দুঃস্বপ্ন দেখা ভালো না। অনেকেই এমন দুঃস্বপ্ন দেখছে যারা কালকেই ক্ষমতায় চলে আসবে।কিন্তু যখন ভোটের মাঠে তাদের অবস্থা চিন্তা করলে তারা বুঝতে পারে তারা ক্ষমতায় আসতে পারবে না। সেজন্য তারা চিন্তা করছে ভোটের পক্ষে কথা বলে লাভ কি? যদি এখন নির্বাচনকে বানচাল করা যায়, নির্বাচন পিছিয়ে দেওয়া যায় তাহলে এখন যেভাবে তারা প্রশাসনের কাছে যে দাম পায় নির্বাচন হয়ে গেলে একটা দল নির্বাচিত হলে তখন সে দামটা পাবে না। সেজন্য তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। বিএনপি চাঁদাবাজি করে, অন্যায় কাজ করে এসব বলে মানুষের কাছ থেকে বিএনপিকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। বিএনপির ভিত মানুষের অন্তরে প্রতিষ্ঠিত। জনগণ থেকে বিএনপিকে বিচ্ছিন্ন করার কোন ষড়যন্ত্র আর সফল হবে না।
তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুকুল, সোনারগাঁ থানা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন, যুগ্ম আহবায়ক আশরাফ প্রধানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।