সারাদেশ

নারায়ণগঞ্জে এন‌সি‌পির ‘জুলাই পদযাত্রা’

দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র পথসভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। শুক্রবার (১৮ জুলাই) নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় এ পথসভা অনু‌ষ্ঠিত হ‌য়।

পদযাত্রায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র আহবায়ক নাহিদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সমন্বয়কারী আহমেদুর রহমান তনুসহ প্রমুখ।

এর আগে, সকালে মুন্সিগঞ্জে পথসভা শেষে বিকাল ৩টায় শহরের নিতাইগঞ্জ এলাকায় আসেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। পরে বিকাল ৪টায় নিতাইগঞ্জ থেকে একটি পদযাত্রা বের হয়। পদযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে চাষাড়া গোল চত্ত্বরে গিয়ে শেষ হয়। এতে ঢল না‌মে নেতাকর্মী‌দের।

Leave a Reply

Back to top button