নারায়ণগঞ্জে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রেসক্লাব প্রাঙ্গনে মানববন্ধন
নারায়ণগঞ্জে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রেসক্লাব প্রাঙ্গনে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার(Somoysokal) দৈনিক উজ্জীবিত বাংলাদেশ-এর বার্তা সম্পাদক মিলন বিশ্বাস হৃদয় ও ফটো সাংবাদিক হাবিব খন্দকারের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ৬ই মে, সকাল ১১টায় শুরু হওয়া মানববন্ধনে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর বিচারের দাবি জানানো হয়।
উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি, দৈনিক সংবাদ সারাবেলা ও দৈনিক ডান্ডি বার্তা পত্রিকার ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচি,
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মো. মাসুম, চ্যানেল ২৪-এর স্টাফ রিপোর্টার আহসান সাদিক, দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক ফজলে রাব্বি সোহেল, দৈনিক ইয়াদ-এর সম্পাদক মনিরুল ইসলাম সবুজ ও ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জেলা কমিটির সভাপতি এনামুল হক সিদ্দিকী,ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুর রহিমের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, প্রেস নারায়ণগঞ্জের সম্পাদক ফখরুল ইসলাম,
নারায়ণগঞ্জ মেইলের সম্পাদক মাসুদ রানা রনি,
খবর নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক মশিউর রহমান,
এখন টিভির জেলা প্রতিনিধি এমরান আলী সজিব, একুশে টিভির জেলা প্রতিনিধি রবিউল ইসলাম, কালবেলার আরিফ হোসাইন কনক, দৈনিক দেশটিনির হারুনুর রশীদ সাগর, সিটি নিউজের বার্তা সম্পাদক জুয়েল রানা, উজ্জীবিত বাংলাদেশের স্টাফ রিপোর্টার আব্দুল ওয়াহেদ, মাল্টিমিডিয়ার রিপোর্টার রাকিবুল হাসান, ফটো সাংবাদিক আলী হোসেন টিটু, রিপন আহমেদ, সিটি নিউজের নির্বাহী সম্পাদক সোহেল সরকার, জাগো নারায়ণগঞ্জ ২৪ ডটকমের নির্বাহী সম্পাদক রফিকউল্লাহ রিপন, ডেইলি নারায়ণগঞ্জের সম্পাদক মনির হোসেন, দৈনিক জনবাণির জেলা প্রতিনিধি জহিরুল হক, বিপি নিউজের দিপ্ত দেবনাথ, প্রতিদিনের নারায়ণগঞ্জের সাব্বির আহমেদ, এখন টিভির ভিজে আব্দুল্লাহ আল মামুন, নাগরিক টিভির রায়হান রনি এবং এশিয়ান টিভির আরিফ আলম।