রাজনীতি

জেলা বিএনপির আহ্বায়ক কমিটি’কে স্বাগত জানিয়েছেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক 

জেলা বিএনপির আহ্বায়ক কমিটি'কে স্বাগত জানিয়েছেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক 

 

স্টাফ রিপোর্টার (Somoysokal) নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন জেলা বিএনপির আহ্বায়ক কমিটি’কে স্বাগত জানিয়ে বলেন, দল’কে শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে যে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে সেই কমিটির নেতৃবৃন্দের জানাই প্রাণ ঢালা  শুভেচ্ছা ও অভিনন্দন। দলের সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে জেলা বিএনপির নেতৃত্বে দলের জন্য কাজ করবো।

 

রবিবার (২ ফেব্রুয়ারী) বিকালে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার বিষয়ে সময় সকাল ডটকম নিউজ পোর্টালের সাংবাদিকের সঙ্গে মুঠোফোনে বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

 

উল্লেখ্য, (২ ফেব্রুয়ারী) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

 

নতুন এই আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক করা হয়েছে জেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদকে। এ ছাড়া প্রথম যুগ্ম আহবায়ক করা হয়েছে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে। কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে দুজনকে। তারা হলেন, মাসুকুল ইসলাম রাজীব, শরীফ আহমেদ টুটুল। এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে আছেন জেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন।

Leave a Reply

Back to top button