মানব সেবা দিয়ে যাত্রা শুরু করলেন নারায়ণগঞ্জের নতুন ডিসি জাহিদুল মিঞা
মানব সেবা দিয়ে যাত্রা শুরু করলেন নারায়ণগঞ্জের নতুন ডিসি জাহিদুল মিঞা
স্টাফ রিপোর্টার (Somoysokal) একসময়ের সোনালী আঁঁশ পাটের শহর প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জে যোগদান করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। যোগদানের পরের দিনই সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এক অন্ধ প্রতিবন্ধীর পাশে দাড়িয়ে মানব সেবা দিয়ে যাত্রা শুরু করলেন তিনি।
বুধবার (১৫ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্ম দিবসের প্রথম দিনে প্রথম মিটিং হিসাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এসময় এক অন্ধ প্রতিবন্ধীকে পড়াশোনা চালিয়ে নেওয়ার জন্য একটি স্মার্ট ফোন উপহার দিয়ে মানব সেবার মধ্য দিয়ে যাত্রা শুরু করেন তিনি।
প্রথম দিনেই মানব সেবায় নিজেকে নিয়জিত করে সাংবাদিকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছেন। এতে করে নারায়ণগঞ্জ শহরের সিনিয়র ও নামি-দামি সাংবাদিকরা মনে করছেন, নবাগত ডিসির মনমানসিকতা ভালো সে নারায়ণগঞ্জ বাসীর জন্য ভালো কিছু নিয়ে আসবে।
নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা যে অন্ধ প্রতিবন্ধীর পাশে দাড়িয়েছেন সে হলো নারায়ণগঞ্জ শিশু পরিবারের একজন সদস্য। তার নাম সোহান। সে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার নবীগঞ্জ সরকারি কদম রসুল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন
সরকারি বাঙলা কলেজে পড়াশোনা করছেন। অন্ধ প্রতিবন্ধী সোহান একটি স্মার্ট ফোন হলে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে তার পড়াশোনা খুব সহজেই চালাতে পারবে। বেশ কিছুদিন আগে সে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের বরাবর একটি ইলেকট্রনিক ডিভাইস স্মার্ট ফোনের জন্য আবেদন করেছিলেন কিন্তু কোনো সহযোগীতা পাননি। তাই নবাগত ডিসি আসার কথা শুনে যোগাযোগ করছেন এবং নবাগত ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বিষয়টি বিবেচনায় নিয়ে অন্ধ প্রতিবন্ধীকে একটি স্মার্ট ফোন উপহার দেন।