অপরাধ

ছাত্র জনতার উপর গুলি-হামলা গ্রেফতার ইউপি মেম্বার ও ছাত্রলীগ সভাপতি 

ছাত্র জনতার উপর গুলি-হামলা গ্রেফতার ইউপি মেম্বার ও ছাত্রলীগ সভাপতি 

 

স্টাফ রিপোর্টার (Somoysokal) ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি ও হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউপি সদস্যসহ ২ জনকে আটক করা হয়েছে।

 

সোমবার (১৪ অক্টোবর) ফতুল্লা থানার ভূইগড়ে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-১১।

 

আটককৃতরা হলেন, ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমিন হোসেন সাগর এবং কুতুবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহ আলম মাস্টার। আমিন হোসেন সাগর ফতুল্লা মডেল থানার মাহমুদপুরের আলাউদ্দিনের ছেলে ও শাহ আলম মাস্টার একই থানার ভূইগড়ের আবুল হোসেনের ছেলে।

আটককৃতদের ফতুল্লা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ফতুল্লা থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম।

তিনি লাইভ নারায়ণগঞ্জকে জানান, ফতুল্লা থানার মোট ৫টি মামলার আসামি তারা। এর মধ্যে আমিন হোসেন সাগরের বিরুদ্ধে চারটি মামলা ও শাহ আলম মাস্টারের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলি ও হামলার ঘটনায় এ মামলা করা হয়। আটকদের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Back to top button