রাজনীতি

৫ আগষ্টের কৃতিত্ব ছাত্রদের না সবার: সজল

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, সরকার পতনের আন্দোলনে আমাদের অনেক নেতাকর্মী গুম-খুন হয়েছে। আন্দোলনের পর একটি শ্রেনী ছাত্রদের কৃতিত্ব দিতে চাচ্ছে। বলতে চাই, আমাদের অনেক সহযোদ্ধা নিহত হয়েছে। এই কৃতিত্বের ভাগ একা শুধু ছাত্রদের না সবার। 

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বৈষম্যহীন, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়ায় যুবদলের ভূমিকা শীর্ষক ঢাকা বিভাগীয় এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সজল আরও বলেন, গত বছরের আগষ্টে আমরা তিনজনের কমিটি পেয়েছি। এখন দেখছি হাজার হাজার যুবদল নেতাকর্মী হয়ে গেছে। তারা দলীয় বিরোধী কাজ করলে আমাদের উপর পরে। আমরা সাংগঠনিকভাবে তাদের নাম্বার ব্যবস্থা করে দিবো। তাহলে একটি শৃঙ্খলার মধ্যে চলে আসবে। 

যুবদলের এ নেতা বলেন, ফাসিবাদি সরকারের নিযার্তনে ১৫ বছর আমাদের অনেক নেতাকর্মী গুম খুন হয়েছে। তাদের জন্য শ্রদ্ধা ও দোয়া করছি। 

এতে উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা বিভাগের অধীন বিভিন্ন জেলার শীর্ষ নেতারা। 

Leave a Reply

Back to top button