৬ দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী, নারায়ণগঞ্জ-১ (রুপগঞ্জ) আসনের সাবেক সাংসদ সদস্য ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে ৬ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
রোববার (২৫ আগস্ট) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী মোহসীন এ আদেশ দেন।
এর আগে, মামলার সুষ্ঠ তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানী শেষে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর সত্যতা নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) আব্দুর রশিদ। তিনি বলেন, রূপগঞ্জের স্কুলছাত্র রোমান মিয়া হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজীর ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন আইনজীবী। শুনানি শেষে বিচারক ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, শনিবার (২৪ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী। পরে তাকে নারায়ণগঞ্জের আদালতে তোলা হয়।