সারাদেশ

‘আমার ওয়ার্ডে মাদক-চাঁদাবাজি বরদাস্ত হবে না’

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর জিএম সাদরিল বলেছেন, সিদ্ধিরগঞ্জ তথা আমার ৫নং ওয়ার্ডে মাদক এবং সন্ত্রাসের স্থান হবে না। মাদক ব্যবসায়ীরা যে দলেরই হোক না কেন, তাদের বিচারের আওতায় আনতে হবে। মাদক মুক্ত করতে প্রশাসনের প্রতি আমার সহযোগিতা অব্যাহত থাকবে।

মঙ্গলবার (১৩ আগষ্ট) সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদীরপার পরিষ্কার পরিছন্ন অভিযানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। সকলের সহযোগিতায় দেশ আরও এগিয়ে যাবে। সিদ্ধিরগঞ্জের আগে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছুর অবস্থা খারাপ ছিল। বর্তমানে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। ৫নং ওয়ার্ডবাসী আমাকে সম্মান দিয়েছে, আমি জীবন দিয়ে হলেও এই সম্মান রক্ষা করব। আমার ওয়ার্ডে কোন মাদক , চাঁদাবাজি , কোন ভাবেই বরদাস্ত করা হবে না। যদি এই সকল কর্মকান্ড কেউ করে থাকে তাহলে সে যত বড়ই প্রভাবশালী হউক না কেন আমাদের ওয়ার্ডে এসব মোকাবেলা করার জন্য ছাএরাই যথেষ্ট।

তিনি বলেন, দেশটা তো সামান্য কিছু মানুষের হাত থেকে রেহাই দিলেন, বাকিরা কিন্তু এখানেই আছে , থাকবে। এবার পালা এদের থেকে স্বাধীন করার ৷ পরিবর্তন একদিনে আসে না , এক বছরেও না। তবে চেষ্টা করলে পরিবর্তন লক্ষ্য করা যায়৷ এখন থেকেই সোচ্চার হোন। দেশের সকল সম্পদ আমাদের সবার। এসব রক্ষা করার দায়িত্ব ও আমাদের সবার। তাই আজ থেকে আমরা আর কোন জাতীয় সম্পদ নষ্ট করব না করতে দেবো না৷ যদি কোথাও দেখেন , প্রতিবাদ করুন। এই প্রতিবাদী কণ্ঠ বজায় রাখুন, পরিবর্তন আসবেই। দেশ আপনার। পরিষ্কার করার , রাখার দায়িত্ব ও আপনার। আপনি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন। অভ্যাস করুন দেখবেন হয়ে যাবে। আপনি অভ্যাস করবেন আপনারে দেখে লজ্জিত হয়ে আরেকজন করবে , এভাবেই পরিবর্তন আসে , আসবে। বুঝান৷ তারপর না শুনলেও বুঝান৷ অবশ্যই বুঝবে।

এছাড়াও আন্দোলনরত ছাত্রদের সাথে নিয়মিত বৈঠকসহ এবং ট্রাফিকের দায়িত্বে নিয়োজিত শিক্ষশার্থীদের সাথে সবসময় সহযোগীতা করে যাচ্ছেন। তিনি জানান, আমার অফিস সবার জন্য উম্মুক্ত এ অফিস ৫নং ওয়ার্ডের সাধারন মানুষের সেবার জন্য। আমি সবর্দা আমার ওয়ার্ডবাসীর জন্য সেবা দিতে প্রস্তুত। দীর্ঘদিন রাজনৈতিক সমস্যার কারনে একটু দুরে থাকতে হয়েছে তবে এখন থেকে আমি সেবার জন্য সাধারন মানুষের দাড়ে দাড়ে যাচ্ছি এ সেবা অব্যাহত থাকবে। তিনি ৫নং ওয়ার্ড মাদকমুক্ত ও পরিস্কার পরিছন্ন রাখতে সকলের সগযোগীতা কামনা করেন।

Back to top button