সারাদেশ
নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
নারায়ণগঞ্জে কোটা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
বুধবার সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের চাষাড়া শহীদ মিনারের সামনে অবস্থান নেন। এ সময় তাঁরা সড়কে যান চলাচল বন্ধ করে দেন। রাস্তা অবরোধ করে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে নানা স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভ থেকে গতকাল গুলিবর্ষণ করে হত্যাকারীদের বিচারের দাবি জানান শিক্ষার্থীরা। পরে দুপুর দেড়টার দিকে গায়েবানা জানাজায় অংশ নেন তাঁরা।
এর আগে বেলা ১২টায় চাষাঢ়া চত্বরে প্রবেশ করে প্রায় অর্ধশত পুলিশ সদস্য। এ সময় শিক্ষার্থীরা ভুয়া ভুয়া বলে দুয়োধ্বনি দেয় পুলিশ সদস্যদের। পুলিশ সদস্যরা নীরবে চাষাঢ়া সোনালি ব্যাংকের পাশের গলিতে অবস্থান নেয়।