গাউছিয়া কাঁচাবাজারে অগ্নিকাণ্ড, পুড়েছে শতাধিক দোকান
রূপগঞ্জে গাউছিয়া কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত শতাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (২৪ মার্চ) রাত ৩টায় ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় গাউছিয়া কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দোকান মালিক ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, রাত সোয়া তিনটার দিকে কাঁচাবাজারে আগুন দেখা যায়৷ আগুন দ্রুতই ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়৷ আগুনে চালের আড়ত, সবজি, টিন ও মুদি দোকান, প্রেট্রোলিয়াম, লুব্রিকেন্ট ও হার্ডওয়ারসহ প্রায় শতাধিক দোকান পুড়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন বলেন, পুড়ে যাওয়া মার্কেটে এখন ডাম্পিংয়ের কাজ চলছে। আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি। আমরা আগেই আনুমাননির্ভর কিছু বলতে পারছি না।