ডিসি অফিসের সামনে নির্মিত হচ্ছে ফুটওভার ব্রিজ
নারায়ণগঞ্জ ডিসি অফিসের সামনে পথচারীদের চলাচলের সুবিধার্থে ১ টি ফুট ওভার ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছে। ২ কোট ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর নির্মাণাধীন একটি ফুট ওভার ব্রিজের বিস্তৃত হচ্ছে। ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে এটিই দ্বিতীয় ফুট ওভার ব্রিজ। ঢাকা-নারায়াণগঞ্জ সংযোগ সড়ক প্রকল্পের আওয়াতায় একটি ব্রিজ সাইনবোর্ডে নির্মাণ হয়েছে।
জানা যায়, এনডিই নামে ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিকরা সেখানে কাজ করছে। ইতোমধ্যে, ব্রিজটি পিলার বসানো হয়েছে এবং এক পাশে কাজ করছে নির্মাণ শ্রমিকরা। ফুওভার ব্রিজটি জেলা পরিষদের সামনে থেকে ডিসি কার্যালয়ের মসজিদ পর্যন্ত নির্মাণ করা হবে।
পথচারীরা বলেন, ফুটওভার ব্রিজ নির্মাণ করে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সড়ক ও জনপথ অধিদপ্তরের এটি মহৎ উদ্যোগ। যা পথচারী মানুষের সড়ক পারাপারে সহায়ক হবে।
নারায়াণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরে উপ সহকারী প্রকৌশলী মো. নুরে আলম বলেন, নির্মাণাধীন ফুটওভার ব্রিজটি ঢাকা-নারায়াণগঞ্জ লিংক রোড প্রকল্পের অংশ। ব্রিজটির দৈর্ঘ্য ৪২ মিটার এবং প্রস্থ ২.৫ মিটার। জেলা পরিষদ অফিসের সামনে থেকে ডিসি কার্যালয়ের মসজিদ পর্যন্ত এ ফুটওভার ব্রিজটি নির্মাণ করা হচ্ছে। আশা করি, ব্রিজের নির্মাল কাজ রোজার ঈদের আগেই শেষ হবে।