সারাদেশ

অযত্নে কাঁচপুরের শহীদ মিনার

নব্বই শতকের শুরুতে সোনারগাঁ উপজেলার কাঁচপুরে স্থানীয় ছাত্ররা ব্যক্তিগত উদ্যোগে শহীদ মিনার নির্মান করে। কিন্তু ৩০ বছর পরও এ ঐতিহাসিক শহীদ মিনারটির স্বীকৃতি মেলেনি। পাশাপাশি এর তেমন কোনো উন্নয়নও হয়নি।

স্থানীয়রা জানায়, রাজনৈতিক জটিলতার কারনে শহীদ মিনারটি পরিচর্যা করা হয় না। শহীদ মিনারটি দোকানপাট ও অটোস্ট্যান্ডের দখলে পড়ে আছে। শুধু ভাষার মাস আসলেই স্মৃতির ফলকটির কথা সকলের মনে পড়ে। তাছাড়া বেশিরভাগ সময়ই যেন শহীদ মিনারটি অবহেলিত হয়ে দাঁড়িয়ে থাকে। এ বিষয়টি আমাদেরকে ব্যথিত করে।

মোশারফ হোসেন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ইয়ামিন হোসেন বলেন, শহীদ মিনার বাঙালি জাতির ইতিহাসের সাথে জড়িত একটি ফলক। এ ফলকটি যেন কোনোভাবেই অবমাননা না হয়, সেদিকটি সকলের খেয়াল রাখতে হবে। বিষয়টি সরকারের গুরুত্ব সহকারে দেখা উচিত। আমরা প্রতিবছর যেভাবে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস পালন করি ঠিক সেভাবেই সম্মানের সহিত শহীদ মিনারের পরিচর্যা করা উচিত।

শহীদ মিনার প্রস্তুতি কমিটির সভাপতি হাজ্বী সেলিম হক বলেন, ছাত্র অবস্থায় আমাদের ব্যক্তিগত উদ্যোগে শহীদ মিনারটি নির্মাণ করা হয়েছিল। শহীদ মিনারটির সংস্কার কাজ করে, শীঘ্রই উঁচু করার ব্যবস্থা গ্রহন করা হবে। শহীদ মিনারের আশেপাশের দোকানদারদের, এখানে ময়লা ফেলতে অনেকবার মানা করেছি। তারা আমাদের কথা শোনে না।

সোনারগাঁ উপজেলা কার্যালয়ের নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, আপনারা আমাদের অবগত করেছেন। বিষয়টি আমরা দেখব।

এ বিষয়ে কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, যারা অবহেলা অযত্নে রাখছে শহীদ মিনারটি আমি তাদের সাথে কথা বলবো। 

Back to top button