সারাদেশ

প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা তহবিলের চেক পেলেন না.গঞ্জের ৯ রোগী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসিমিয়া রোগীদের মধ্যে সাড়ে ৪ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

বুধবার (৭ ফেব্রুয়ারি) নগরভবনে আক্রান্ত রোগীদের হাতে এই চেক তুলে দেন তিনি।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহায়তা হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রাপ্ত আর্থিক সহায়তায় চেক বিতরণ করেন মেয়র আইভী। প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ৯টি চেকে মোট সাড়ে চার লক্ষ টাকা বিতরণ করা হয়। 

এসময় মেয়র শহর সমাজসেবা কার্যালয় নারায়ণগঞ্জের কার্যক্রমের প্রশংসা করেন এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়নে সর্বপ্রকার সহায়তার আশ্বাস দেন। 

শহর সমাজসেবা কার্যালয় কর্মকর্তা একেএম সাইফুল ইসলাম ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান সমাজ কল্যাণ কর্মকর্তা কে এম ফরিদুল মিরাজ এসময় উপস্থিত ছিলেন

Back to top button