সারাদেশ

পরিচ্ছন্ন সবুজ নগরী গড়তে প্লাস্টিক বাজারের সূচনা

নারায়ণগঞ্জে আনুষ্ঠানিকভাবে প্লাস্টিক বাজার উদ্বোধন করা হয়। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া এলাকায় সিটি করপোরেশনের গ্যারেজে স্থাপন করা হয় ওই প্লাস্টিক বাজার।

আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন। সিটি করপোরেশনের এক বছর মেয়াদি এই কার্যক্রম পরিচালিত হচ্ছে কর্ডএইড ও কোকাকোলা ফাউন্ডেশনের সহযোগিতায়।

এ বাজারের প্রধান উদ্দেশ্য হলো পরিচ্ছন্ন সবুজ নারায়ণগঞ্জ নগরী গড়ে তোলা, প্লাস্টিক সরবরাহ শৃংখল ব্যবস্থাপনা দৃঢ়করণ, সংশ্লিষ্ট প্লাস্টিক সংগ্রহকারীদের জীবনযাত্রার মান উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সবুজ চক্রাকার অর্থনীতি গড়ে তোলা। 

সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ড থেকে প্লাস্টিক বর্জ্য সংগ্রহের পর সেগুলো এই বাজারে বিক্রয় করা হবে। নগরবাসীর যে কেউ প্লাস্টিক বর্জ্য বিক্রয় করতে পারবেন। এতে নগরীর প্লাস্টিক বর্জ্য হ্রাস পাবে, পরিবেশ দুষণমুক্ত হবে এবং অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি হবে। সিটি কর্পোরেশন তা সংগ্রহ করে পুর্নচক্রায়ন করবে।

প্লাস্টিক বাজারে মোট পাঁচ ধরনের প্লাস্টিক পণ্য বিক্রি করতে পারবেন যেকোনো প্লাস্টিক সংগ্রহকারক। এগুলো হচ্ছে সাদা প্যাকেজিং, পলিথিনের শপিং ব্যাগ, গার্মেন্টস পলিথিন ও সফট পলিথিন, পেট বোতল, ভাঙা প্লাস্টিক ও সফট প্লাস্টিক। এর দাম রাখা হয়েছে বাজারদর অনুযায়ী। সর্বনিম্ন ৪ টাকা কেজি থেকে সর্বোচ্চ ৪২ টাকা কেজি দরে প্লাস্টিক বর্জ্য কিনবে সিটি করপোরেশন। 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, শওকত হাশেম শকু, কামরুল হাসান মুন্না, ইফতেখার আলম খোকন, কর্ডএইডের প্রোগ্রাম ডিরেক্টর আবুল কালাম আজাদ , সিটি করপোরেশনের নগর-পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম প্রমুখ।

Back to top button