রূপগঞ্জে নৌকার নির্বাচনী ক্যাম্পে আগুন, থানায় মামলা
রূপগঞ্জে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নির্বাচনী ক্যাম্পে হামলা ও আগুন দেওয়ার ঘটনার মামলায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মোশারফ হোসেন ও তার প্রধান সহযোগী আনোয়ার হোসেনসহ ১২ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আওয়াল বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘নির্বাচনকালীন সময়ে এই ধরনের সহিংস ঘটনায় গুরুত্বের সাথে তদন্ত করছে পুলিশ। মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।’
গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্ব নাওড়া এলাকায় নৌকার ক্যাম্পে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, নারায়ণগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার ঘনিষ্ঠ অনুসারী হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি ও মাদকসহ অন্তত ৪০ মামলার আসামি সন্ত্রাসী মোশারফ হোসেন ও তাঁর বাহিনী নিয়ে হামলা করেন।