শামীম ওসমানের আসনে তৃণমূল বিএনপি প্রার্থীর উপর হামলার অভিযোগ
নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমানের নির্বাচনী এলাকায় তৃনমূল বিএনপির প্রার্থীর সমর্থকদের উপর হামলা ও প্রচারণার কাজে ব্যবহৃত মাইক ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে।
এমন অভিযোগে নির্বাচনী অনুসন্ধান কমিটি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনে তৃনমুল বিএনপির প্রার্থী এ্যাডভোকেট মো. আলী হোসেন।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারিক অনুসন্ধান টিম বরাবর এক আবেদনে এ অভিযোগ করেন তিনি।
আচারনবিধি লংঘনের এ অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৫ ডিসেম্বর সোমবার বিকাল ৪ টায় আমার প্রতীকের পক্ষে আমার কর্মী সমর্থ করা ফতুল্লা থানার রেল লাইন বটতলা এলাকায় প্রচারনা চালাছিলো। এসময় প্রার্থী একেএম শামীম ওসমানের ১০/১২ জন উশৃঙ্খল সমর্থকরা আমাদের প্রচারণায় বাঁধা প্রদান করে। প্রচারে ব্যবহৃত মোবাইল ছিনিয়ে নিয়ে ভাংচুর করে এবং মাইক ও অটো রিক্সা ভাংচুর করে। আমার কর্মী ও অটো চালকের উপর ব্যাপক হামলা চালিয়ে জখম করে। প্রচারে ব্যবহৃত অটোরিক্সায় সাটানো ফ্যাস্টুন ভাংচুর করে এবং সেই এলাকায় নৌকা ছাড়া আর কোন প্রতীকের প্রচার প্রচারনা চলবেনা বলে হুমকি প্রদান করে।
এর আগেও একই আসনে গত ২২ ডিসেম্বর সন্ধ্যায় ফতুল্লার কাঠেরপুল এলাকায় স্থানীয় যুবলীগের কর্মী ইমরানের নেতৃত্বে বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী সেলিম আহমেদের প্রচারণায় হামলার ঘটনায় প্রার্থীসহ ৬ জন আহত হন৷