মা-বাবার কবর জিয়ারত করলেন কায়সার
বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়সার হাসনাত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তিনি।
সোমবার (১৮ ডিসেম্বর) প্রতীক বরাদ্দ দেওয়ার পর মোগড়াপাড়া পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন কায়সার হাসনাত। বাবা-মায়ের রূহের মাগফেরাত কামনার জন্য দোয়া করেন তিনি।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে কায়সার হাসনাতকে ‘ণৌকা’ প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং অফিসার মো. মাহমুদুল হক। প্রতীক পাওয়ার পর পরই বাবা মায়ের কবরস্থানের দিকে রওনা দেন তিনি।
এসময় কায়সারের সাথে ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সোনারগাঁ আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তফা কামাল নিলু ও সোনারগাঁ পৌরসভার মেয়র প্রার্থী অ্যাড. ফজলে রাব্বি।
প্রসঙ্গত, ১৮ ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। প্রতীক পাওয়ার পর থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। আগামী ৫ জানুয়ারী সকাল ৮ টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা করা যাবে। অবশেষে ৭ জানুয়ারী ভোট-গ্রহণ করা হবে।