সারাদেশ

‘ভোটকেন্দ্রে যেতে না বলা’ সেই চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবি জানালেন তৈমূর

‘নৌকায় ভোট দিতে ইচ্ছা না হলে কেন্দ্রে যাওয়ার দরকার নাই’ মন্তব্য করা টাঙ্গাইলের মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রউফকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তৃনমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দলটির প্রার্থীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর তিনি এ দাবি জানান।

তৈমূর বলেন, নৌকায় ভোট দিতে ইচ্ছা না হলে কেন্দ্রে যাওয়ার দরকার নাই। এটা মারাত্মক কথা। প্রধানমন্ত্রীকে হুমকি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেছে সুষ্ঠু নির্বাচন হবে। প্রধানমন্ত্রী বিদেশীদের কাছে ও দেশবাসীর কাছে কমিটমেন্ট করেছে। এ কমিটমেন্ট যদি একটা ইউপি চেয়ারম্যানের কাছে ভেস্তে যায় তাহলে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য আমরা দেখছি না। আপনার (প্রধানমন্ত্রী) কাছে অনুরোধ করছি এ ব্যক্তিকে আপনারা গ্রেপ্তার করবেন। নতুবা আমরা ধরে নিবো দেশ সুষ্ঠু নির্বাচনের দিকে আগাচ্ছে না।

এসময় তিনি একটি পরিসংখ্যান তুলে ধরে বলেন, আমরা সারাদেশে ৫০৬টা মনোনয়নপত্র বিক্রি করেছি, তাদের মধ্যে মনোনীত করা হয়েছে ২৮০জনকে। প্রথম দিনেই আমাদের ১৫১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। নির্বাচন করার জন্য এখন আমাদের মোট ১৪২জন প্রার্থী রয়েছে।

Back to top button