গাড়ি ভাংচুর: ফতুল্লায় বিএনপির ১১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
ফতুল্লায় গাড়ী ভাংচুর ও রাস্তায় অগ্নি সংযোগের ঘটনায় থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদসহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো অনেকের বিরুদ্ধে আসামী করে মামলা করেছে পুলিশ।
শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে ফতু্ল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।
মামলার আসামীরা হলেন- গ্রেফতারকৃত ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ (৪২), ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি আমির হোসেন (৪২), ফতুল্লা থানা ছাত্র দলের আহবায়ক মেহেদী হাসান দোলন (৩০), সদস্য সচিব রিয়াদ দেওয়ান (২৫), যুবদল নেতা রতন((৩৮), জেলা ছাত্র দলের সাবেক সহ-সভাপতি শরিফ হোসেন মানিক (৩১), যুবদল নেতা মনির (৫০), এনায়েত নগর ইউনিয়ন ছাত্রদল নেতা জুম্মন (২৮), ফতুল্লা থানা বিএনপির সদস্য কায়েস আহম্মেদ পল্লব (৪১), এনায়েত নগর ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক জসিম (৪৫) ও কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আরিফ মন্ডল (৪২)।
ফতু্ল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, রাতে পঞ্চবটী মুক্তারপুর সড়কের বিসিক এলাকায় মশাল মিছিল সহ রাস্তায় ব্যারিকেড দিয়ে রাস্তায় অগ্নিসংযোগ সহ দুটি ট্রাকে ভাংচুরের চেষ্টা করলে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ সচিব রাসেল মাহামুদকে আটক করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
এর আগে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে ফতুল্লার পঞ্চবটী মুক্তারপুর সড়কের বিসিক এলাকায় হরতালের সমর্থনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মশাল মিছিল করে রাস্তায় অগ্নিসংযোগসহ দুটি ট্রাক ভাংচুর করে।