ছেলেকে নিয়ে কেন নির্বাচন অফিসে, জানালেন শামীম ওসমান
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী শামীম ওসমান বলেছেন, আমাদের কারণে দল বির্তকিত হলে এর দায়দায়িত্ব আমাদের উপরে পরে। এ জন্য এবার প্রথম মনোনয়ন জমা দিতে এসেছি একা। সময়টাও নিছি শেষ সময় যাতে কেউ টের না পায়।
বুধবার (২৯ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের কাছে মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তার সাথে ছেলে ইমতিনান ওসমান অয়ন উপস্থিত ছিলেন।
তিনি বলেন, আমার দুই হাজারের উপর নেতা রয়েছে যারা আমার থেকে যোগ্য নেতা। এখানে সবার থাকা উচিত বলে আমি মনে করি। এদের কারণে আমি আজকে এখানে আছি। আমার তো নিজস্ব কোনো যোগ্যতা নাই। এর জন্য একা এসেছি এবং ছেলে সহায়ক হিসেবে এসেছে।
নেতাকর্মীদের নিকট ক্ষমা চেয়ে শামীম ওসমান বলেন, আপনারাই আমার শক্তি আপনারাই আমার সব। আপনারাই সাধারণ জনগণের কাছে আমাকে পরিচিত করেন। আপনারা শেখ হাসিনার শক্তি। নির্বাচন কমিশনের আইন মানার কারণে আমি কাউকে বলিনি এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।