নারায়ণগঞ্জ-৩: নৌকার মাঝি হলেন কায়সার
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন থেকে নৌকার মনোনয়ন পেয়েছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়সার হাসনাত।২০০৮ সালে তিনি এ আসনে একবার জনগণের ভোটে বিপুল ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন।
সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে স্বতন্ত্র থেকে কায়সার হাসনাত সড়ে দাড়ালে সবাই ধরে নিয়েছিল কায়সার হাসনাতের রাজনীতি শেষ। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আবারও নৌকার মনোনয়ন পেলেন তিনি।
রোববার (২৬ নভেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের প্রার্থীতা তালিকা অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কায়সার হাসনাতের নাম ঘোষনা করেন।
দলীয় সূত্রে জানা গেছে, মহাজোটের কারণে পরপর দুইবার নৌকার মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছিলো এ আসনটি। বারবার কেন্দ্রীয় নেতাদের কাছে এখানকার আওয়ামী লীগের শীর্ষ নেতারা নৌকা দাবি করেন। অবশেষে নারায়ণগঞ্জ-৩ আসনের নৌকার হাল ধরলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়সার হাসনাত।
নারায়ণগঞ্জ-৩ আসনটি ঐতিহ্যবাহী সোনারগাঁ নামে একটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত হয়েছে। এটি ২০৬ নির্বাচনী এলাকা। নারায়ণগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ থেকে ১৯৭৩ সালে মোবারক হোসেন, ১৯৭৯ সালে কৃষক শ্রমিক পার্টি থেকে এ এস এম সোলাইমান, ১৯৮৬ সালে আওয়ামী লীগ থেকে মোবারক হোসেন, ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে আবু নুর মোহাম্মদ বাহাউল হক সংসদ সদস্য নির্বাচিত হন। এ ছাড়া ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালে নির্বাচিত হন বিএনপির রেজাউল করিম। এরপর ২০০৮ সালে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের আওয়ামী লীগ এ আসন মহাজোটের শরিক দল জাতীয় পার্টিকে ছেড়ে দেয়। তাই জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত হোসেন খোকা এ আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের নির্বাচনেও মহাজোটের জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত হোসেন খোকা দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হন।