অবরোধ প্রতিরোধে রাজপথে শামীম পুত্র অয়ন ওসমান
বিএনপি-জামায়াতের টানা ২ দিনের শেষ দিনে অবরোধের প্রতিবাদে রাজপথে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের নিয়ে অবস্থান করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের একমাত্র পুত্র অয়ন ওসমান। বিএনপি-জামায়াতের অবরোধ, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে রাজপথে এ অবস্থান নেন তিনি।
সোমবার (৬ নভেম্বর) সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ও ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়ক সহ শহরের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করেন তিনি।
এসময় অয়ন ওসমান বলেন, বিএনপি বিগত ১০ বছরে রাজপথে ছিলো না। রাজপথ ত্যাগ করেছে অনেক আগে। জনগণের স্বার্থে যদি তারা রাজনীতি করে তাহলে এতোদিন রাজপথে কেনো ছিলো না? নির্বাচনের আগে কেনো তারা জেগে উঠলো?
তিনি আরও বলেন, সরকারের সাথে যদি বিএনপির সমস্যা থাকে তাহলে তারা সরকার বিরোধী আন্দোলন করুক। কেনো তারা সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলছে। বিগত ১ মাসে তারা বাংলাদেশে কোটি কোটি টাকা নষ্ট করেছে। জনগনের চিন্তা যদি করতো তাহলে তারা জ্বালাও পোড়াও করতো না। তারা এখন নির্বাচনের প্রস্তুতি নিতো। মানুষ হত্যা করে এদেশে কেউ ভবিষ্যত গড়তে পারেনি আগামীতেও পারবেও না।