সোনারগাঁয়ে পূজামন্ডপ পরিদর্শনে এমপি খোকা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা। রবিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার ৩৪ টি পূজা মন্ডপের মধ্যে ১৮ টি মন্ডপ পরিদর্শন করেন এবং অনুদান প্রদান করেন তিনি।
মোগরাপাড়া শ্রী শ্রী গৌর নিতাই আখরা পরিদর্শনকালে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা বাংলাদেশের মানুষ, তাদের আলাদা করে দেখার সুযোগ নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশে সকল ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালন নিশ্চিত করেছেন। তার কঠোর নির্দেশনার কারণে প্রত্যেকটি পূজা মন্ডপে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অত্যন্ত সচেতনতার সাথে দায়িত্ব পালন করছেন। আমরা জনপ্রতিনিধিরাও সচেতন রয়েছি।
এ সময় উপস্থিত হিন্দুধর্মাবলম্বীদের উদ্দেশ্যে এমপি লিয়াকত হোসেন খোকা আরো বলেন, ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে স্বাধীনতা যুদ্ধের সময় সকল ধর্মের বীর পুরুষরা স্বশস্ত্র যুদ্ধে নেমে পরেছিলেন। তখন তাদের মাঝে কোন ধরণের ধর্মীয় ভেদাভেদ ছিলো না। তাই আজ স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে মুসলমান ও হিন্দুসহ সকল ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্মীয় উৎসব স্বাধীনভাবে পালন করার অধিকার রাখেন। কাজেই এটাই সত্যি যে, ধর্ম যার যার-কিন্তু রাষ্ট্র সবার।
স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সাথে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা পার্টি সোনারগাঁ উপজেলার প্রধান উপদেষ্টা নারী নেত্রী মিসেস ডালিয়া লিয়াকত, জাতীয় পার্টি নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, জাবেদ রায়হান, উপজেলা সোনারগাঁ থানা পূজা উদযাপন কমিটির সভাপতি লোকনাথ দত্ত, সাধারণ সম্পাদক প্রদীপ ভৌমিক, জাতীয় পার্টি সোনারগাঁও উপজেলা উপদেষ্টা জাহানারা রহমান, জাতীয় মহিলা পার্টি উপজেলা আহবায়ক নাছিমা আক্তার পলি মেম্বার, যুগ্ম আহবায়ক নাসরিন আক্তার পান্না সদস্য সচিব নারগিস আক্তার মেম্বার প্রমুখ।