প্রতিবছর আইপিএল পদ্ধতিতে ইউনিয়ন ব্যাপী খেলার ঘোষনা সোহাগ রনির
আগামী বছর আইপিএল সিস্টেমে সারা সোনারগাঁ ইউনিয়নব্যাপী তিন গ্রেডে খেলার ঘোষনা দিয়েছেন সোনারগাঁ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহ মো. সোহাগ রনি।
তিনি বলেন, খেলার প্রতি সব সময় সহযোগিতা ও ভালোবাসা থাকবে। সামনের বার শেখ রাসেল স্টেডিয়াম মাঠ, মোগড়াপাড়া মাঠ, পাইলট স্কুল মাঠ ও নয়াপুর মাঠ আমরা নির্ধারণ করবো। নির্বাচনের তিন চারটা মাস যাক, আমরা প্রতিবছর আইপিএল সিস্টেমে সারা সোনারগাঁ ইউনিয়নব্যাপী তিন গ্রেডে খেলা করবো। যেমন অনুর্ধ্ব ১৯ দিবো, অনুর্ধ্ব ১৯ থেকে আবার ৩০ দিবো এরপর ৩০ থেকে ৪০ দিয়ে দিবো। সোনারগাঁ চ্যালেঞ্জার স্পোটিং ক্লাবের মাধ্যমে এ খেলা পরিচালনা করবো।
শনিবার (১৪ অক্টোবর) সোনারগাঁ ইকোনিমিক জোন বালুর মাঠে শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নেকবর হোসেন নাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ ইকোনিমিক জোনের প্রকল্প পরিচালক অবসরপ্রাপ্ত মেজর খান মো. আলাউদ্দিন।