সারাদেশ

সিদ্ধিরগঞ্জে অ্যালফাবেট ইন্টা. স্কুলে পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ

সিদ্ধিরগঞ্জের মিজমিজি তালতলা ক্লাব এলাকায় অ্যালফাবেট ইন্টারন্যাশনাল স্কুলের ২য় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এসময় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।

শুক্রবার (৬ অক্টোবর) সকালে প্রতিষ্ঠানে ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও সিদ্ধিরগঞ্জ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা বিল্লাল হোসেন রবিন।

আনন্দদঘন পরিবেশে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালক ও প্রধান শিক্ষক ইঞ্জিনিয়ার হাজী মো: আলতাফ মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গিয়াস উদ্দিন ইসলামিক মডেল কলেজ ও অ্যালফাবেট ইন্টারন্যাশনাল স্কুলের উপদেষ্টা ইঞ্জিনিয়ার হাজী মো. আহসান উল্লাহ, উত্তরা ব্যাংক লিমিটেড টানবাজার শাখার ম্যানেজার মো. মাসুদ আহমেদ, মুন্সি আ. রব কলেজের প্রভাষক মো. হাসান মাহমুদ, পূর্ববাসা স্কুলের প্রধান শিক্ষক মো. শাহনেওয়াজ, রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. রুহুল আমিন, অ্যালফাবেট ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক মো. জসিম উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত, গজল ও নৃত্য পরিবেশ করা হয়। পরে আলোচনা সভা শেষে অতিথিরা প্রকাশিত ফলাফলের মেধা তালিকায় উত্তীর্ণনের হাতে পুরস্কার তুলে দেন। পরিশেষে বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী মো. ফয়জুল্লা খন্দকার অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।

Back to top button